• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন

বগুড়ার সোনাতলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। সোমবার সোনাতলা উপজেলার মধুপুর ও কাতলাহার গ্রামে এই ঘটনা ঘটে। তারা তিনজনই মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

মৃতরা হলেন- মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩৫) ও সিদ্দিকের ছেলে সিয়াম হোসেন (১০) এবং কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে সুমন চন্দ্র রায়(১৭)।

এলাকাবাসী জানায়, সোমবার বেলা ১২টার দিকে সোনাতলা উপজেলার মধুপুর গ্রামের মাটিয়ালির বিলে মাছ ধরছিলেন সিদ্দিক ও তার ছেলে সিয়াম। এ সময় বজ্রপাতে দুজনেই মারাত্মক দগ্ধ হন। তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে কাতলাহার গ্রামের পাশে বুড়ারদহ খালে ব্রিজের নিচে মাছ ধরতে যান সুমন চন্দ্র রায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনাতলা থানার পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।