• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বোয়ালমারীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিমাণার্ধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় থানা রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সৈয়দ সিদ্দিকুর রহমান, একেএম জহুরুল হক প্রমুখ।

বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি দাবি করেন। পরে ৭১’এ বোয়ালমারী পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মনজুর হোসেন, পৌর মেয়র মোজাফফর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, ওসি মোহাম্মদ নুরুল আলম, মুক্তিযোদ্ধা রফিউদ্দিন মাস্টার, সদান্দ ঘোষ প্রমুখ।

সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সৈয়দ সিদ্দিকুর রহমান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।