• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং
ফরিদপুর সিটি পেজ এর আয়োজনে ঘুড়ি ও ফানুস উৎসব অনুষ্ঠিত

ঘুড়ি ও ফানুস উৎসবে ঘুড়ি উড়িয়ে উদ্বোধন করছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার

মানিক কুমার দাস, ফরিদপুর :

ফরিদপুর সিটি পেজ এর আয়োজনে ঘুড়ি ও ফানুস উৎসব অনুষ্ঠিত হয়।

ইংরেজি নববর্ষ ২০২১ বর্ষ বরণ উপলক্ষে ফরিদপুর সিটি পেজ এর উদ্যোগে ঘুড়ি ও ফানুস উড়ানো অনুষ্ঠান শুক্রবার বিকেলে শহরতলীর ধলার মোড়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উক্ত স্থানে হাজারো মানুষের ঢল নামে।

সকাল ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে উৎসবের সফলতা কামনা করেন।

তবে মূল অনুষ্ঠান শুরু হয় বিকেলে। অনুষ্ঠান উপলক্ষে হাজার হাজার লোক উক্ত স্থানে উপস্থিত হয়।
এ সময় ধলার মোড়ের আকাশে বিভিন্ন রং ও আকৃতির ঘুড়িতে চমৎকার আকার ধারণ করে।
প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত শত শত ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। এছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় স্থানটি দারুণভাবে উপভোগ্য হয়ে ওঠে।

এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ইসলাম , অধ্যাপক রিজভী জামান, মোঃ আক্তরুজ্জামান, মোঃ আরিফুজ্জামান প্রমূখ। বক্তব্যে তারা এ উৎসবের সফলতা কামনা করেন। বক্তারা বলেন ঘুড়ি উৎসব বাংলাদেশের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ ধরনের উৎসব প্রতিবছর অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে করোনাকালে টেলিমেডিসিন সেবা দেবার জন্য ১০ জন চিকিৎসক কে বিশেষ সম্মাননা দেয়া হয়। এছাড়া সন্ধ্যার পরে ফানুস ওড়ানো হয়।

ঘুড়ি ও ফানুস উৎসবে বক্তব্য রাখছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।