• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং
কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়- ফরিদপুরের জেলা প্রশাসক

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত “ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধণ করা হয়েছে। এতে উপজেলার ৫’শ বেকার যুবক-যুবতী প্রশিক্ষনের সুযোগ পাবে।

সোমবার সকাল ১১ টায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নইম, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, ব্যাংক এশিয়া লিমিটেডের হেড অফ এজেন্ট ব্যাংকিং এস ভি পি মোঃ আহসান উল আলম, এফ ভি পি জাকির হোসেন ভূইয়া, সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তাফা আহসান কামাল।

এসময় জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে বলেন, প্রশিক্ষনের মাধ্যমে প্রত্যেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে কাজের মাধ্যামে সেরা হয়ে উঠতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী চান দক্ষ জনশক্তি গড়ে তুলতে। আমরা তার নির্দেশনায় কাজ করে যাচ্ছি। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে কাজে মন দিতে হবে। তাহলেই উন্নত দেশ গড়া সম্ভব।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।