• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
চরভদ্রাসনে শহীদ দিবস পালিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার ৬৯ তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১খ্রিঃ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে সকল সরকারী বেসরকারী আধাসরকারী ও স্বায়ত্ব শাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিত্ত রাখা হয়। উপজেলা পরিষদ চতত্র থেকে সকাল ৮ টায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরীটি স্বাধীনতা চত্তর প্রদক্ষিনের পর উপজেলা খোলা মঞ্চে এক আলোচনা সভা করেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইমদাদুল হক তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন সভায় বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাটি সার্বিক পরিচালনা করেন শিক্ষিকা শিরিন সুলতানা। সভায় একুশের চেতনা নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, মুক্তিযোদ্ধা ফকরুজ্জামান মাষ্টার, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন ও আব্দুস সবুর কাজল প্রমূখ। সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। বাদ যোহর সকল মসজিদ মন্দিরে শহীদদের বিদ্বেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।