• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
করোনাকালের মে দিবস- রেজাউল করিম

করোনাকালের মে দিবস

রেজাউল করিম :-

মুন্নুছ পাটোয়ারী, ৫৬,। একজন রিক্সা মেকানিক। ফরিদপুর রেল স্টেশনের পাশেই মাটিতে পিড়ি পেতে কাজ আর কাজ। কখনো অবসর নেই তার। দিনের বেলা খোলা আকাশ আর রাতে কুপির আলোতেই নিবিষ্ট থাকেন রিক্সা মেরামতের কাজে।৪০ বছরের বেশি সময় তিনি রিক্সা-সাইকেল মেরামত করে আসছেন।

অক্লান্ত পরিশ্রম আর ঘাম ঝরানো শরীরে নাকে মুখে ভাত খেয়ে নেন কাজের তাড়ায়। জীবন তার কাছে শুধুই সংগ্রাম আর সংগ্রাম। কাজ আছে ভাত আছে ; কাজ নেই ভাত নেই। এই আত্মোপলব্ধি হয়েছে মুন্নুছের কৈশোর বেলা থেকেই। কিন্তু এই করোনা ভাইরাস হয়েছে এক মহাউপদ্রব। লক ডাউন,দূরত্ব মানা,মাস্ক পরা, সাবান পানি দিয়ে হাত ধোয়া – কত কী-ই না মানতে হচ্ছে তার। তারপরও বসে থাকবার জো নেই।

মুন্নুছ জানে করোনাকালে সারা বিশ্বে পালিত হচ্ছে এক বিশেষ দিন। শ্রমিকের দিন।মেহনতির অধিকার আদায়ের দিন।সেই মহান মে দিবস। কথা ছিলো আজ ছুটি থাকবার দিন। কিন্তু পেটকে তো আর ছুটি দেয়া যায় না। প্রতিদিনের মতই তার শুরু হয়েছে তার আরেকটি দিন। সংগ্রাম তার চলছে এবং চলবে।
ভোগবাদী বিশ্ব আর পুঁজিবাদী সমাজের বিরুদ্ধে মুন্নুছদের এ সংগ্রাম চলবেই…
স্যালুট, শ্রদ্ধা আর ভালোবাসা রইলো তোমাদের জন্য অন্তহীন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।