• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

#জিল্লুর রহমান রাসেল, ফরিদপুরঃ-

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ৫ জুন শনিবার বেলা ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের বাস ভবনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় নিশিন্দা, সোনালী, তেজপাতা, জামসহ বিভিন্ন প্রকার বৃক্ষরোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ প্রমুখ।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ জানান, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। এরই অংশ হিসেবে এই বৃক্ষরোপন করা হলো। এছাড়া জেলা তথ্য অফিসের সহযোগিতায় শহরে সচেতনতামূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হচ্ছে এবং বৃক্ষরোপণ করার প্রতি মানুষকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।