• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
ফরিদপুরে নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র(নিরু)(ফরিদপুর জেলা প্রতিনিধি)

ফরিদপুর জেলার মধুখালী উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের অধীনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৪ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, মামনি এমএনসিএসপি উপজেলা কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান প্রমূখ।
এসময় নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতায় তরান্বিত করার লক্ষ্যে নিম্ম আয়ের মানুষকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করাসহ নারীনির্যাতন , যৌতুক নিরোধ, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পিছিয়ে পড়া এলাকায় জনসচেতনতা মূলক সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে স্থানীয় সরকার বিভাগের ইএএলজি প্রকল্পের পক্ষ থেকে কোভিড-১৯ প্রতিরোধ সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় নারী উন্নয়ন ফোরামের সদস্যদের মধ্যে।
সভা পরিচালনা করেন ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।