• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
ফরিদপুরে পাট ও পাটবীজ উপাদান বিষয় পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

”সোনালী আঁশের সোনার দেশ,পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদান এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষী সমাবেশ -২০২২ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে, (২৮ মে শনিবার) দুপুরে সদর উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে পাটের উৎপাদন বাড়াতে ও নতুন আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং অল্প জমিতে বেশী পাট উৎপাদনের লক্ষ্যে চাষীদের অবহিত করতে এবং পাট চাষে উৎসাহিত করতে
এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে, সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মোঃ কামাল উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক পাট গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মুজিবুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন।

সমাবেশ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার উপ-সহকারী পাট উনয়ন কর্মকর্তা সহ দুই শতজন পাটচাষী অংশগ্রহন করে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ২ শত জন পাট চাষীদের মাঝে একটি করে পাটের তৈরী ব্যাগ ও ৫ শত টাকা প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।