• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
নগরকান্দায় প্রতিপক্ষকে ফাঁসাতে টিউমারকে বান-টোনা বলে দাবী

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় প্রতিপক্ষকে ফাঁসাতে টিউমার আক্রান্ত রুগীকে বান-টোনা আক্রান্ত রোগী বানিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে।

জানাযায়, ছোট পাইককান্দি গ্রামের রাজ্জাক শেখের ছেলে আনিছ (২৯) এর সাথে প্রতিবেশী মৃত তাজেল শেখের ছেলেদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এরই একপর্যায়ে গত (১৫ জুন) দিবাগত রাতে প্রতিপক্ষ তাজেল শেখের লোকজন আনিছ শেখের উপর হামলা চালায়। এসময় তারা আনিছের চোখে আঙ্গুল ঢুকিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। পরে তারা আনিছের গোয়ালে থাকা একটি গরু ও একটি ছাগল নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জানাযায়, তাজেল শেখের ছেলে দিদার শেখ (২০) দীর্ঘদিন ধরে টিউমার রোগে আক্রান্ত । বিভিন্ন জায়গার ডাক্তারের চিকিৎসা নিয়েও রোগ ভালো হচ্ছিল না। পরবর্তী চিকিৎসার জন্য তাকে ফকির কবিরাজের কাছে নিলে ফকির দিদারকে বান-টোনা মারা হয়েছে বলে জানায়।

দিন দিন রোগীর অবস্থা খারাপের দিকে যেতে থাকলে শুরু হয় প্রতিপক্ষ আনিছের সাথে দ্বন্দ্ব। তাজেল শেখের পরিবারের দাবী তাদের ছেলেকে আনিছের পরিবার বান-টোনা মেরে নষ্ট করেছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় হামলার ভয়ে ও জীবনের নিরাপত্তা চেয়ে আনিছ গত ১৭ জুন ৬ জনকে অভিযুক্ত করে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে তাজেল শেখের ছেলে অভিযুক্ত সাইদ শেখ (৩৪) বলেন, আমরা তাদের কোনো মারধর করিনি এবং তাদের বাড়ি থেকে কিছু নেইনি। বরং আনিছের পরিবার আমার ছোট ভাইকে বান-টোনা মেরে নষ্ট করেছে। আমার ভাই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, অভিযোগটির সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শফিকুল খান জনি
১৮ জুন ২০২২।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।