• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় কৃষক হত্যায় ৯ জনের যাবৎজীবন কারাদন্ড

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

দীর্ঘ ৯ বছর পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন আটক বানা গ্রামে মসজিদের ঈমাম নিয়োগ দেওয়া কে কেন্দ্র করে কৃষক মাফুজার হত্যা মামলায় রায় ঘোষনা করেছেন ফরিদপুরের অতিরিক্ত প্রথম জর্জ আদালত এর বিচারক অশোক কুমার দত্ত।

বুধবার (২১ সেপ্টেম্বর) ফরিদপুর প্রথম জর্জ আদালতের বিচারক অশোক কুমার দত্ত ৩০৬/১৪ নং মামলাটির রায় আসামীদের উপস্থিতিতে ঘোষনা করেন। উক্ত রায়ে ৯জনের যাবৎজীবন কারাদন্ড,২০হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন –

আটক বানা গ্রামের মৃত সৈয়দ নওশের আলীর ছেলে বাবর আলী(৫২),
মৃত- তিজারদ্দিন শেখ এর ছেলে আব্দুস ছাত্তার শেখ (৯০),
আব্দুস ছাত্তার শেখের ছেলে মাসুদ শেখ (৫০)ও মাহাবুর শেখ (৪০),
মৃত-ছলেমান শেখের ছেলে টেপু শেখ (৪০) ,
বক্কার মোল্যার ছেলে জুয়েল মোল্যা (৩০),
আব্দুর রহমান মোল্যার ছেলে আবুতালেব মোল্যা(৬০),
বেলায়েত মোল্যার ছেলে সাদ্দাম মোল্যা (৩০) ও
মৃত সৈয়দ নওশের আলীর ছেলে নেপুর আলী (৩০)।
মামলায় সর্ব মোট ১০ জনকে আসামী করা হয়। এদের মধ্যে আবুবক্কার নামের এক আসামী মামলার ১ বছর পরই জেল হাজত থেকে ছাড়া পেয়ে মৃত্যু বরণ করেন।

উল্লেখ্যঃ
২০১৩ সালের ২১জুন আসামীরা কৃষক মাফুজারকে কুপিয়ে আহত করে।পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ২০১৩ সালের ২৪ জুন তার মুত্যু হয়। পরে মাফুজারের চাচা মোক্তার শেখ একই দিন আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করছেন মামলার বাদী মোক্তার শেখ ও নিহতের পরিবার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।