• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
ভাঙ্গায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন! হুমকিতে ফসলি জমি

ছবিতে ইলিয়াস মাস্টারের জায়গায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে)

মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২৯/৯/২২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বড়দিয়া গ্রামে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করা হচ্ছে। পুকুর হতে বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমি পড়েছে হুমকির মুখে। ভূ-গর্ভস্থ হতে প্রতিদিন হাজার হাজার ফুট বালু তোলার কারণে যে কোন মুহূর্তে আশপাশের জমি ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। বালু ব্যবসায়ী তুষার প্রশাসনের নাম ভাঙিয়ে ব্যবসা করার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ এখনি যদি প্রশাসন হস্তক্ষেপ না করে ভবিষ্যতে ফসলি জমির চরম হুমকিতে পড়বে। জানা গেছে সোয়াদি গ্রামের ইলিয়াস মাস্টারের বিশাল আকৃতির দুটি বড় গর্ত অবৈধ রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত বালু দিয়ে ভরাট করছে। ভাঙ্গা ও নগরকান্দার সীমান্তবর্তী এলাকায় একটি পুকুরে ড্রেজার মেশিন বসিয়ে তুষার নামের বালু ব্যবসায়ী বালু উত্তোলন করছে। বালু ব্যবসায়ী ও বালু ভরাটকারি এলাকার প্রভাবশালী হওয়ায় বিষয়টি নিয়ে কেউই ভয়ে মুখ খুলতে চায় না। এরপরেও কিছু ব্যক্তি ভাঙ্গা ও নগরকান্দার প্রশাসনের কাছে মৌখিকভাবে বিষয়টি অবগত করার পরেও অদৃশ্য কারণে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে ভাঙ্গা অথবা নগরকান্দার প্রশাসন অবৈধ ড্রেজার মেশিন বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।