• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং
ফরিদপুর ১২ নং চাঁদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ডের খাদ্য বিতরণ ইউএনওর

ফরিদপুর সদর উপজেলার ১২ নং চাঁদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে খাদ্য বিতরণ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খাদ্য বিতরণ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা।

এসময় ইউনিয়ন চেয়ারম্যান বেগম শামসুন্নাহার মহিদ, ট্যাগ অফিসার হিসেবে উপজেলা সহকারী শিক্ষা অফিসার এম এ নাঈম, উপজেলা উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ হাই মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক অপূর্ব চক্রবর্তীসহ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন চেয়ারম্যান জানান, আজ ২০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পুর্বেও তারা সহায়তা পেয়েছে কিন্ত হিসেব রাখা মুশকিল হচ্ছিল। এখন উপজেলা থেকে যে কার্ড দেওয়া হয়েছে তার মাধ্যমে হিসেব রাখাও সহজ হচ্ছে আর কেউ খাদ্য ছাড়া ফিরছেও না। আজ প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি আলু, ১ কেজি আটা ও আধা কেজি করে মশুরের ডাল দেওয়া হয়েছে। আমার এ ইউনিয়নে আরও ৭০০ কার্ড দিবে তখন ঐ কার্ডধারিদের এই খাদ্য সামগ্রী দেওয়া হবে।
উপকারভোগী এক ব্যাক্তি বলেন, আগে যখন চাইল নিতে আসতাম তখন অনেক ঝামেলা হইত কারও নাম থাকতো আবার অনেকের নাম থাকতো না, খালি হাতে বাড়ি চইলে যাইতো, এখন কার্ড পাওয়াতে সবাই খাবার পাবো, কারো আর খালি হাতে যাইতে হবে না।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।