• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

”শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা”- এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

দিবস উদযাপন উপলক্ষে (১ মে) রবিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে
গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় জেলা প্রশাসক তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক-শ্রমিক মেহনতি মানুষকে বেশি বেশি ভালবাসতেন। তিনি আজীবন শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।
তিনি আরো বলেন, দেশের সার্বিক উন্নয়নে মহান কারিগর হলেন শ্রমিক পেশা । শ্রমিকের কাজের নিরাপদ পরিবেশ ও জীবনমান উন্নত করা না গেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। সম্মিলিত প্রচেষ্টায় মালিক ও শ্রমিকদের দেশকে এগিয়ে নিতে হবে।
একতাই দেশ গড়ার শক্তি যোগাবে বলে জানান জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইকুল ইসলাম, জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোঃ মতিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শ্রমিকলীগের আহবায়ক ও মটর ওয়ার্কাস সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাছির, জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব ও নির্মান শ্রমিকলীগের সভাপতি মোঃ ইমান আলী, জেলা কমিটির যুগ্ন আহবায়ক জুবায়ের জাকির, মোঃ আব্দুল হাকিম মিয়া, মোঃ মনিরুজ্জামান মমিন, কোতয়ালী থানা শ্রমিক লীগের আহবায়ক মোঃ সেলিম শেখ ও কমিটির সদস্য সচিব মোঃ মিঠু মিয়া প্রমুখ।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন পেশার শ্রমিকগণ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।