ফরিদপুর সিটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা অবমুক্ত করণ, মশাল প্রজ্জ্বলন মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক ও সিটি কলেজের গভর্নিং বডি সভাপতি অতুল সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ জাহিদ ব্যাপারী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আরিফ, কোতয়ালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মুন্সী, সিটি কলেজের অধ্যক্ষ কাজী আফছার উদ্দিন, ক্রীড়া উদ্যাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রেহানা পারভীন প্রমূখ।
পরে ক্রীড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।