দেশে করোনা ভাইরাসের প্রাদুভার্ব শুরু হওয়ার পর থেকে কর্মহীন মানুষের জন্য কাজ করে চলেছেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা মিয়া। এবার করোনা ভাইরাসের কারণে মহান মে দিবসের ভিন্ন প্রেক্ষাপটে তিনি সমাজের পিছিয়ে পড়া মুটে-মজুরের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
আজ শুক্রবার (১ মে) মহান দিবসের সকালে তিনি বোয়ালমারী পৌর সদরসহ কয়েকটি গ্রামে যেয়ে কর্মহীন নিম্নজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল ও আলু তুলে দেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ মুশা মিয়ার এই উদ্যোগকে মানবিকার দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচীর উপকারভোগীদের বাইরে ব্যক্তিগত উদ্যোগে ক্ষুদ্র চা দোকানদার, মুচি, ধোপাকার, নরসুন্দর সহ সমাজের ভাসমান জনগোষ্ঠীর মাঝে মুশা মিয়া এসব খাদ্য সহায়তা প্রদান করছেন। প্রতিদিনই ছুটছেন তিনি। গত একমাস যাবত তিনি নিরলসভাবে বোয়ালমারী পৌর সদর ছাড়াও ১০টি ইউনিয়নে যেয়ে প্রায় একহাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।
মোশাররফ হোসেন মুশা মিয়া ধারাবাহিকভাবে তিনবার বোয়ালমারী উপজেলা পরিষদে বিপুল ভোটে নিবার্চিত হন। জনপ্রিয়তারকে ধরে রেখে তিনি পরাপর এসব নিবার্চনে বিজয়ী হন। তিনি বোয়ালমারীর নিমার্ণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টাও।
এব্যাপারে মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, সমাজের একেবারেই নিম্নশ্রেণির ভাসমান মানুষগুলো সবসময়ই বঞ্চিত থেকে যায়। এই দুযোর্গে তাদের যেনো না খেয়ে কষ্ট করতে না হয় সেজন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানেরা সকলে যদি এভাবে এগিয়ে আসেন তাহলে এই সংকটে তারা অভুক্ত থাকবে না।