• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
যে পোকার কামড়ে হতে পারে প্যারালাইসিস!

ছোট টিক জাতীয় পোকার কামড়ে মানুষ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসে পড়তে পারেন বলে সতর্ক করেছেন ইংল্যান্ডের চিকিৎসকেরা। অথচ এতদিন এই পোকাটিকে অনেকে ‘নিরীহ’ ভাবতেন।

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, এই পোকার কামড় খেয়ে ইতিমধ্যে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা অনেকটা বিরল ঘটনা।

চিকিৎসকেরা জানিয়েছেন পোকাটির কামড়ে একজনের বেবিওসিস রোগ হয়েছে।

টিকের কামড় থেকে ব্রিটেনে এই প্রথম এমন রোগ হলো।
বেবিওসিস সাধারণত এক প্রকার পরজীবীর কারণে হয়ে থাকে, যারা লোহিত রক্ত কণিকাকে সংক্রমিত করে। টিবিই নামের আরেকটি রোগ হতে পারে, যাকে ভাইরাল ইনফেকশন বলে। এই ইনফেকশন সেন্ট্রাল নার্ভস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে।

রক্তচোষা এই পোকা সাধারণত এমন স্থানে কামড়ায় যেখানে সহজে তাদের দেখা যাবে না এবং ওই স্থানেই ঢুকে থেকে রক্ত খেতে থাকে। কামড়ানোর স্থানে র‌্যাশ হয়। প্রদাহ বা জীবাণু সংক্রমণ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে।

শরীরে এই পোকা দেখলে টেনে বের করে ফেলে আক্রান্ত স্থানটি সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং শরীরের আর কোথাও কামড়েছে কিনা পরীক্ষা করতে হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।