মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক।
১৬ অক্টোবর মঙ্গরবার সকাল সাড়ে ১০টায় পৌরসদরের মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে ৫ম শ্রেণীর ৮৮জন কণ্যা শিক্ষার্থীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হয়েছে। ৫ম থেকে ৯ম শ্রেণীর সকল কণ্যা শিক্ষাথীদের বিনামূল্যে টিকা দেয়া হবে। এই কর্মসূচী চলবে প্রতিটি বিদ্যালয়ে। ১৬ অক্টোবর থেকে ১৮কর্মদিবসের মধ্যে উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কণ্যা শিক্ষার্থীদের প্রায় ১২ হাজার ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে।
উদ্বোধন পূর্ব জরায়ুমুখের ক্যান্সার নিয়ে সচেতনাতামুলক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলী,মেডিকেল অফিসার ডাঃ এসএম ফারহান তানভীর।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন ,পৌর কাউন্সিলর মোঃ মোশারফ হোসেন মুছা, মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকা বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফয়েজ মোঃ ফিরোজ,মেডিকেল টেকনোলজিস্ট সুজাতা দাস, ইপিআই কর্মি রুমা সুলতানাসহ প্রমুখ।
সালেহীন সোয়াদ সাম্মী
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি