মহানবী (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সদরপুরে বিক্ষোভ মিছিল
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (স.)এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে কয়েকদফা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সদরপুর উলামা পরিষদসহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারা।
আজ রোববার সকাল ১১টায় সদরপুর উপজেলা পরিষদ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় সদরপুর উপজেলার মেইনরোড এলাকা প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি।
মাওলানা মোজাফফর হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুফতী মোঃ আখতার হুসাইন, মুফতী কামরুল ইসলাম মাহমুদী মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা এমদাদুল হক ফরিদী।
সমাবেশে উপজেলার কয়েক হাজার মুসুল্লী অংশ গ্রহন করেন।