কুষ্টিয়ায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ইঞ্জিঃ সাকীল খান
কোভিড -১৯ (করোনা ভাইরাস) এর আক্রমনে গোটা বিশ্ব। একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে সংক্রমন রোধে সারাদেশ অঘোষিত লকডাউনে। এমনঅবস্থায় সবচেয়ে বেশি খাদ্য কষ্টে রয়েছে অসহায় ছিন্নমূল মানুষ।
এমন অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে প্রতিদিনের কুষ্টিয়া নিউজের তত্ত্বাবধানে শিক্ষানন্দের নির্বাহী পরিচালক বৃথি হাসানের মাধ্যমে ইঞ্জিঃ সাকীল খানের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ইফতারের আগে কুষ্টিয়া শহরের বিভিন্ন রাস্তায় থাকা রোজাদার অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়। এসময় বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রচার সম্পাদক ইঞ্জিঃ সাকীল খান বলেন, করোনা মহামারীতে যারা কর্মহীন,খেটে খাওয়া, রোজাদার, ছিন্নমূল মানুষ আছে যাদের অনেকের পেটেই খাওয়ার নাই তাদের জন্য আমি নিজ অর্থায়নে এ উদ্যোগ নিয়েছি।
আজ কুষ্টিয়া জেলার শিক্ষানন্দের নির্বাহী পরিচালক বৃথি হাসান এর মাধ্যমে অসহায় মানুষের জন্য রান্না করা প্যাকেট খাবার বিরতণের উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, যারা আজ একটু উচ্চ পর্যায়ে আছে তারা যদি এই দরিদ্র মাঝের নিজ উদ্যোগে এ ধরনের খাবার বিতরণ করে তাহলে কিছুটা মানুষ হলেও খাবার খেতে পারবে।পাশাপাশি তিনি বিত্তবানদের এই সময়ে অসহায় মানুষের পাশে থাকার অনুরোধ জানান।