• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল ১০টায় গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় পুণ্যার্থীদের মাঝে প্রসাদ বিরতণ করা হয়।
পরে বিকাল চারটায় কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিনা হতে হাজার হাজার পুণ্যার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে রথটানা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় সাহাবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়।
সেখান থেকে আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রা শুরু হয়ে পুনরায় গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দিরে শেষ হবে। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত, প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।