• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
মধুখালীতে করোনা প্রতিরোধক ফাইজারের টিকা দেওয়া শুরু

হৃদয় শীল ,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ– ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলার মধ্যে প্রথম উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধে ফাইজার কোম্পানির টিকা দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার যে সমস্ত নাগরিক টিকার বাইরে রয়েছেন তাদেরকে ফাইজার কোম্পানির টিকা দেওয়া হবে।মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতায় শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ীতে করে ফাইজারের টিকা আনা নেওয়া হচ্ছে। ফাইজারের টিকা মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখতে হয়।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এ টিকা সর্বসাধারণকে দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. সালাম জানান, ২৯ নভেম্বর সোমবার থেকে শীতাতপ নিয়ন্ত্রীত কক্ষের ব্যবস্থা করে ফাইজারের টিকা সর্বসাধারণের দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ফাইজারের ২ হাজার ৩‘শ ডোজ টিকা দেওয়া হবে।

তিনি আরো জানান, এদিকে নভেম্বর পর্যন্ত ৪০% টিকা প্রয়োগের টার্গেট থাকলেও মধুখালী উপজেলা ২ লাখ ৩৫ হাজার নাগরিকের মধ্যে ৫০% নাগরিককে টিকা দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।