• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
নরত্ব” সালথার উদ্যোগে মাক্স ও সাবান বিতরণ

নরত্ব” সালথার উদ্যোগে মাক্স ও সাবান বিতরণ

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মানব সেবাই প্রকৃত ধর্ম! এই শ্লোগানে সালথা উপজেলা সদরের একদল যুবকরা তাদের নিজেদের উদ্যোগে প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবক মূলত সংগঠন “নরত্ব” -সালথা নরত্ব মানে মানবসেবা। তাই নরত্ববিশ্বাস করে মানবসেবাই প্রকৃত ধর্ম। এই বিশ্বাস থেকে যুব স্বেচ্ছাসেবক মূলক “নরত্ব” -সালথা এর সৃষ্টি।
তিন হাজার হাজতিকে মুক্তি দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব
গতকাল ৩১শে মার্চ মঙ্গলবার, সালথা উপ‌জেলা সুদক্ষ নির্বাহী অফিসার জনাব মোহাম্মাদ হা‌সিব সরকার স্যারের আদেশ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করে “নরত্ব” উপজেলাধীন ভাওয়াল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে হতদরিদ্রের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করে।

“নরত্ব” সংগঠন অন্যতম সমন্বয়ক জয় বলেন, প্রথম ধাপে আমরা ১০০ মাস্ক, ১০০ সাবান বিতরণ করেছি। আমাদের টার্গেট একদম রিমোট এরিয়া গুলো নিয়ে কাজ করা। তাই প্রথম ধাপে আমরা ভাওয়াল ইউনিয়নের ৫নং ওয়ার্ড দরজা-পুরুরা এলাকা বেছে নিয়েছি।

“নরত্ব”র অন্যতম সমন্বয় সুমন এবং লিমন জানান, এই এরিয়ার মানুষদের মাঝে এখনো করোনা ভাইরাস সর্ম্পকে কোন সচেতনতাই নেই বললেই চলে। আমরা চেষ্টা করেছি তাদের এই মরণব্যাধি ভাইরাস করোনা সম্পর্কে পরিস্কার ধারনা দেওয়ার। আমাদের বিশ্বাস আমরা একটু হলেও তাদের করোনা সম্পর্কে অবহিত করতে পেরেছি। আর এটাই আমাদের সার্থকতা।

আরও পড়ুনঃ সাধারণ ছুটি ঘোষণা ১১ এপ্রিল পর্যন্ত

সংগঠনের সদস্য সজীব, ফিরোজ, জুয়েল, আকাশ, তাদের পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে বলেন, প্রথম ধাপে আমরা ৫নং ওয়ার্ডে কাজ করেছি। আমরা প্রায় ৬০ শতাংশ এরিয়া কভার করেছি। আজ বাকি শতাংশ কাজ শেষ করবো ইনশাআল্লাহ।

“নরত্ব” সংগঠনে অন্যতম উপদেষ্টা জুবায়ের চৌধুরী কাজল জানান, এটা সম্পন্নই আমাদের ব্যক্তিগত উদ্যোগ। কারো কোন সাহায্যে সহযোগিতা ছাড়াই আমরা নিজের খরচে এসকল সরঞ্জাম কিনেছি। ছোট পরিসরে করলেও এর ব্যাপক সারা আমরা পেয়েছি। আমাদের এই উদ্যোগ দেখে অনেকেই সেচ্ছায় আমাদের সাথে যুক্ত হয়েছি।

“নরত্ব”- সালথা’র সদস্যগণ জানান আজ আমরা ভাওয়াল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কাজ করবো। আমাদের উপ‌জেলা সুদক্ষ নির্বাহী অফিসার জনাব মোহাম্মাদ হা‌সিব সরকার স্যারের দিকনির্দেশনা মেনেই কাজ করছি এবং পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করবো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।