ফরিদপুরে দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিলো এম.এ কুদ্দুস খান দুস্থ কল্যাণ সংস্থা
বিজয় পোদ্দার,ফরিদপুর :
করোনা ভাইরাসে বিপর্যস্ত দরিদ্র মানুষের পাশে দাড়ালো এম.এ কুদ্দুস খান দুস্থ কল্যাণ সংস্থা। বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টায় পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা খান ওয়াটার ভিলেজ পার্ক এন্ড পিকনিক কর্ণারে চারটি গ্রামে দুইশত দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু খাদ্য সামগ্রী কর্মসূচি উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি ও কৈজুরী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মামুনুর রশিদ খান স্বেচ্ছাসেবী কর্মীদের মাধ্যমে প্রত্যেকের বাড়ি বাড়ি এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হান্নান খান, মেহেদী হাসান, শহিদুল ইসলাম, হালিম শেখ, ফেলা বেপারী, সালাম চৌকদার, ডাঃ সাহাজদ্দিন, মাওলানা সুলাইমান, আশরাফুল হক রবিন, সাহেব আলী শেখ, আরিফ হোসেনসহ অনেকে। ইউনিয়নের ব্যাঙ ডোবা, বেতবাড়ীয়া, কাচনাইল, তাম্বুলখানাসহ কয়েকটি গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।