ফরিদপুরে নোভেল করোনা ভাইরাস শীর্ষক সচেতনতা মূলক সায়েন্টিফিক সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সহযোগিতায় আজ ১ লা মার্চ সন্ধ্যা ৭ টায় শহরের ঐতিহ্যবাহী অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠান হয়।
ফরিদপুর জেলা বিএমএ সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটোর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহফুজুর রহমান বুলু, জেলা স্বাচিপ সভাপতি ডাঃ এম এ জলিল, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম মিয়া, ফরিদপুর মেডিমেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুর রহমান, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নোভেল করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক বিষয়টি উপস্থাপন করেন ফরিদপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজী বিভাগের অধ্যাপক, ডাঃ আশরাফুল আলম। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা বিএমএ এর বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ কামরুল হাসান।। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফরিদপুর জেলার এ্যাসিস্টেন্ট সেলস্ ম্যানেজার(এএসএম) মোঃ আইয়ুব হোসেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিসিএস ৩৯তম ব্যাচে ফরিদপুর জেলায় নিয়োগকৃত ৮৫ জন চিকিৎসকের হাতে সম্মানসূচক ক্রেষ্ট তুলে দেন।