• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ফেসবুক শিক্ষা লাভ

ছবি-প্রতিকী

অনেক দিন ধরে লিখবো লিখবো করে ঠিক লেখা হয়ে উঠছে না।ঘুম ভাঙতেই মনে হলো আজ লিখেই ফেলি।

অনেকেই ফেসবুক কে গালি দেই, তাদের জীবনের সব দুঃখ কষ্টের জন্য এটিকেই দ্বায়ী করে। তবে আমি ফেসবুকের কাছে সবসময় কৃতজ্ঞ।আমি যেরকম কাজে ফেসবুক কে ব্যবহার করেছি ফেসবুক আমাকে সেরকমই ফলাফল দিয়েছে। অর্থাৎ ভালো কাজে ব্যবহার করে অনেক কিছু উপহার এবং খারাপ কাজে ব্যবহার করে কষ্ট ও পেয়েছি।

⚠মূলত ভালো থাকা,খারাপ থাকা নির্ভর করছে নিজের উপর।

ফেসবুকের কাছে কৃতজ্ঞ কারণঃ
ফেসবুক নাম টি কানে আসলেই প্রথমে মনে পড়ে আমার বেস্ট ফ্রেন্ড এর কথা Aysha Tasnova
৫বছর রানিং বন্ধুত্ব (পরিচিতির মাধ্যম ফেসবুক) ।কথা হোক বা না হোক যা অটুট থাকবে সারাজীবন। যার জীবনে এমন একটা মানুষ মিশে আছে সে কখনো খারাপ থাকতে পারেনা।
দোয়া,ভালোবাসা অবিরাম।

ফেসবুক দিয়েছে আমার ম্যাম কে Aysha Siddika
আমার অনুপ্রেরণা,আদর্শ উপদেষ্টা,অতি প্রিয় একজন ব্যক্তি। যার উপদেশ মেনে আমার জীবনে কখনো উপকার ব্যাতিত অপকার হয়নি। যার ব্যখ্যা করতে বসলে শেষ করতে পারবো না। “ম্যাম” ডাক টির মাঝেই কি পরিমাণ শান্তি পাই তা প্রকাশ করার ক্ষমতা নেই। অন্তর থেকে সম্মান,ভালোবাসা সবসময় ছিলো,আছে এবং ইন শাহ আল্লাহ থাকবে।

ফেসবুক সুখে,দূঃখে সার্বক্ষণিক
যোগাযোগ রাখতে সাহায্য করেছে আমার সবচেয়ে প্রিয় ভাইয়া(কাজিন) Md Nazmul এর সাথে
যিনি আছেন তাই কখনো ভাইয়া শূন্যতা অনুভব করিনি।পারিবারিক সমস্যা যার সাথে সবথেকে বেশি আলোচনা করে শান্তি মিলে তিনি হলেন এই মানুষ টা।নিজের রক্তের ভাইয়া থাকলেও ওনার মতো এতো প্রিয় হতো কিনা যথেষ্ট সন্দেহ আছে।কৃতজ্ঞতা মহান আল্লাহর কাছে যিনি আমার জীবনে আপনাকে উপহার দিয়েছেন। এই ভাই-বোনের মিষ্টি সম্পর্ক অটুট থাকুক সারাজীবন,সর্বদা এই কামনা করি।

ফেসবুক ফিরিয়ে দিয়েছে স্কুল জীবনের সব থেকে প্রিয় বন্ধু টিকে। Tanjin Taniska
যে না থাকলে হয়তো আমার স্কুল জীবন অসম্পূর্ণ থাকতো। ৫টি বছর যেভাবে বাস্তবিকতায় মিশে ছিলি হয়তো আর কখনোই পাবো না সেভাবে। তবে কল্পনা তে একই রকম থাকবি। তোর বাবু,তোর সংসারের জন্য শুভ কামনা। কখনো বলতে পারিনি ভালোবাসি,খুব ভালোবাসি

ফেসবুক এই খারাপ সময়ে আমার বর্তমানের অধিকাংশ প্রাণপ্রিয় বন্ধু Khan Zayed Pori Binte Umaay Sakila Sultana Shanjida Islam Shammy

যাদের সাথে স্টাডি নিয়ে আলোচনা করতে সাহায্য করছে।যাদের জন্য আমার কলেজ জীবনের উপর ভালোলাগা শুরু হয়েছিলো। পরিচিতি মাত্র কয়েক বছর হলেও তাদের হাত ধরেই যৌবনে পদার্পণ। তাদের হাত ধরেই শিক্ষার আরো এক ধাপ পাড়ি দেওয়া।তাদের হাত ধরেই স্কুল জীবন ভুলে থাকার চেষ্টা। মিস ইউ অল

ফেসবুক দিয়েছে আমার জুনিয়র বন্ধুকে
Brototi Bairagi
যে হঠাৎ করেই আমার জীবনে গমন করে। যে সময় ফ্রেন্ড লিস্টে রেখেছিলাম মাত্র ২জন ব্যক্তি কে। সেই সময় তার আগমন এবং আমার ফ্রেন্ড লিস্টে জায়গা করে নিয়েছিলেন কথার জালে।
সে আমার জীবনের প্রথম জুনিয়র বন্ধু।কখনো একাকী অনুভুতি হলে তার সাথে যেকোনো সময় কথা বলার অনুমতি দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ যত টুকু দিয়েছেন তাতেই অনেক লাকী ফিল করি। জুনিয়র সিনিয়রের বন্ধুত্ব টা যেন এভাবেই আপন গতিতে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত থাকে, সবসময় দোয়া করি।

ফেসবুকের জন্যই আমি ট্রেইনিং নিতে পারছি প্রতিনিয়ত প্রিয় আঙ্কেল Md Alauddin Mondol সাথে
যিনি সার্বক্ষণিক আমাকে গাইড দিচ্ছেন বিজনেস নিয়ে,ক্যারিয়ার নিয়ে,পড়াশোনা নিয়ে, শিক্ষা নিয়ে।
অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমার ক্যারিয়ার গড়তে সাহায্য করার জন্য।যিনি আমাকে তার সন্তানের মত নয়, সন্তান করে নিয়েছেন।ইয়া আল্লাহ! এতো পবিত্র ভালোবাসা, সম্মান,আদর এতো সুখ সহ্য করার তৌফিক দান করো।যার জীবনে এমন একটা আঙ্কেল আছে তার আর কিসের কমতি থাকে। আসলেই অনেক বেশি লাকী।
হাজার হাজার শুকরিয়া ইয়া আল্লাহ!🥰

এছাড়াও ফেসবুক দিয়েছে কিছু বড় ভাইয়াকে সামউন রহমান Thouhidul Islam Tuhin Atik Shahriar

যারা আমার অনেক অজানা প্রশ্নের উত্তর দিতে সাহায্য করেন, বিষয় ভিত্তিক প্রশ্নের,সমস্যার সমাধান করেন।আসলেই অসংখ্য কৃতজ্ঞ আপনাদের কাছে আমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মাঝে মাঝে বিরক্ত করি পড়াশোনার উপর অনেক টপিক নিয়ে এবং তারা মন খুলে সব প্রশ্নের উত্তর দেন।যখন তখন বিরক্ত করার জন্য দুঃখিত। কিন্তু কিছু করার নেই আমার ফ্রেন্ড লিস্টে থাকলে আমার প্রশ্ন ঠিকই নক করবে আপনাদের প্রাইভেট সময়েও ।

আজ এ পর্যন্তই
ফেসবুকের কাছে কৃতজ্ঞতা লিখে শেষ করতে পারবো না। যেটুকু লিখেছি তার থেকেও ১০গুন বেশি পেয়েছি। Thanks a lot Mark Zuckerberg .

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।