• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া দেশের প্রতিটি মানুষ যেন ভাল থাকে- হুইপ ইকবালুর রহিম   
করোনা ভাইরাসের ফলে  দেশের এই দুর্যোগময় মুহূর্তে সরকারের পাশাপাশি বিত্তশালীদের অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া অব্যাহত রেখেছেন। দেশের কোন মানুষ খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হবে না। পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। আর ত্রাণ নিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের প্রতিটি মানুষ যেন ভাল থাকে, শান্তিতে থাকে। করোনাভাইরাস থেকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভাইরাস প্রতিরোধে সবাইকে ঐকবদ্ধ হয়ে ঘরে বসেই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে।
শনিবার (২ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের শালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের এক হাজার ছয়শ পরিবারের মাঝে চাল, ডাল ও তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করার সময় হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল সরকার. যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাম সরকার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।