• ঢাকা
  • বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরে কানাইপুর ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের যৌথ উদ্যোগে কাঁচা বাজার স্থানান্তরিত

মোঃ ইনামুল হাসান মাসুম: ফরিদপুর সদর উপজেলার আওতাধীন কানাইপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রক্ষার্থে বড় কাঁচা তরকারি বাজার স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কাঁচা বাজার বসানো হয়েছে কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে। এরমধ্যে স্কুল মাঠে সবজির বাজার ও হাটের দক্ষিণ দিকে বসানো হয়েছে মাছ, মাংস ও মুরগির বাজার। করোনার ঝুঁকি কমাতে ও বাজারে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।

আগে এ কাঁচা বাজার ছিলো কানাইপুর বাজারের প্রবেশদ্বার প্রধান সড়কের দুই পাশে দিয়ে। সেখান থেকে মানুষ সবজি ও মাছ কেনাকাটা করতো। কিন্তু সামাজিক দূরত্ব বজায় না রেখে বাজার করতো ক্রেতারা। করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে ক্রেতারা কেনাকাটা করে এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগে গত ১৪ই এপ্রিলে কাঁচা বাজার সরিয়ে নেয়া হয় কানাইপুর গোঁ হাটে। সেখানে জায়গা কম থাকায় মানুষের ভিড় বেশি হচ্ছিল।

কিন্তু ব্যবসায়ীদের বিক্রি ও সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষে ইউনিয়ন পরিষদ থেকে বাজারে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে মঙ্গলবার জরুরী মতবিনিময় সভা করে সেখান থেকে বৃহস্পতিবার স্কুল মাঠে কাঁচাবাজার স্থানান্তরিত করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা পরিস্থিতি যতদিন থাকবে ততদিন কানাইপুরের মানুষ এখান থেকে বাজার করবে বলে জানান চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।

করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করেন। এজন্য পুলিশ প্রশাসন যথাযথ দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ সুপার জনাব আলিমুজ্জামান বিপিএম সেবা। কিন্তু ব্যবসায়ীদের বিক্রি ও সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষে ইউনিয়ন পরিষদে থেকে মঙ্গলবার মতবিনিময় সভা করে বৃহস্পতিবার স্কুল মাঠে কাঁচাবাজার ও বাজারে দক্ষিণ দিকে প্রবেশদ্বারে স্থানীয় বাজার মাছ, মুরগি ও মাংসের বাজার বসানো সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী এ দুই মাঠে সারিবদ্ধ প্রায় সাড়ে তিনশ’ দোকান বসানো হয়েছে। সেখানেই প্রথম দিন থেকে ব্যবসায়ীরা বেচাকেনা করেছেন। ক্রেতাদের অনেক ভিড় ছিল।

চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন কানাইপুর ইউনিয়নবাসীর এখন করোনা ঝুঁকি কমানোর জন্য এ বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে পারবে। কারন এ দুই মাঠে অনেক জায়গা রয়েছে। পর্যায়ক্রমে দুরত্ব বজায় রেখে ক্রেতাগন কেনাকাটা করলে মানুষের বেশি ভিড় জমবে না।

এ ব্যাপারে কানাইপুর বাজারে প্রশাসনের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগে কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। যাতে করে মানুষ বাজারে সামাজিক দুরত্ব বাজায় রেখে বাজার করতে পারবে। এতে করোনা ঝুঁকি মুক্ত থাকবে। তিনি আরো বলেন যতদিন করোনার ঝুঁকি থাকবে ততদিন এই স্কুল মাঠে বাজার বসবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।