• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় সালথায় বিএনপি নেতা বহিস্কার

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করায় ফরিদপুরের সালথার আসাদ মাতুব্বর (৪২) নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। আসাদ সালথা উপজেলা বিএনপির সদস্য।

সোমবার (০৬ মে) সকালে সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান ওই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে (০৪ মে) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ওই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন আসাদ মাতুব্বর। বিএনপির নিষেধ থাকা সত্ত্বেও এ নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

৬ মে ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।