বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে ফরিদপুরে আঞ্চলিক কার্যালয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে সব ধরনের প্রতিবন্ধী ব্যাক্তিদের ক্ষমতায়নের লক্ষে বিনামূল্যে ২০ দিনব্যাপি গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষন কোর্স ১ম ব্যাচ সোববার সনদপত্র বিতরনের মাধ্যমে শেষ হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাস প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিসি প্রশিক্ষক (আইটি) সোঃ আশরাফুল ইসলাম। এসময় উপস্হিত ছিলেন উক্ত কাযার্লয়ের কম্পিউটার অপারেটর মোঃ তৌহিদ।
সভাপতি বক্তব্যে আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সনৎ কুমার এসময় বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিনত করতে দেশের জনগনকে সম্পদে পরিনত করার জন্য সমান অধিকার প্রতিষ্ঠান পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে কম্পিউটার কাউন্সিল প্রতিবন্ধীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন দিয়ে তাদের দেশের সক্ষম সম্পদে পরিনত করছে।
প্রতিনিয়ত নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন।