• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
করোনা ভাইরাসের সংক্রমণ রক্ষার লক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসকের নতুন নির্দেশনা

এতদ্বারা দিনাজপুর জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং কোভিড-১৯ রোগের বিস্তার নিয়ন্ত্রণের জন্য দিনাজপুর জেলার লকডাউন করা হয়। কিন্তু লকডাউন উপেক্ষা করে সাধারণ জনগণ বিনা প্রয়োজনে বাইরে ঘুরাঘুরি করছে, যত্রতত্র অটোরিকশা চলছে, প্রয়োজন ব্যতীত লোকজন মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে এবং যে সকল প্রতিষ্ঠানগুলোকে দুপুর ০১ টা পর্যন্ত খোলা রাখার অনুমতি প্রদান করা হয় সেগুলো ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো চালু রাখা হচ্ছে। এর ফলে দিনাজপুর জেলায় করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে ।

এমতাবস্থায়,  দিনাজপুর জেলায় লোকজনকে কার্যকর করার জন্য জনসাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হলো। একইসাথে মোটরসাইকেল ব্যবহার না করার জন্য এবং জরুরী প্রয়োজনে তা ব্যবহার করা হলে চালক ছাড়া অন্য কেউ বহন না করার জন্য বলা হলো এবং ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।  ইতিপূর্বে যেসকল প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য ঘোষণা করা হয়েছে সেগুলোর যথারীতি বন্ধ রাখার জন্য বলা হলো । কেহ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।