চরভদ্রাসনে সামাদ মৃধা ট্রাষ্টের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরন
লিয়াকত আলী (লাভলু)চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের আঃ করিম মৃধা ডাঙ্গী গ্রামে মরহুম সাবেক ইউপি চেয়ারম্যান আঃ সামাদ মৃধা ট্রাষ্ট নামক বেসরকারি সংগঠন তাদের নিজবাড়ী প্রাঙ্গনে বৃহস্পতিবার সকাল ৯ টায় মোট একশো বেকার শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন।
জানা যায়, ওইদিন প্রতিজন বেকার শ্রমিককে ৫কেজি চাল, এক লিটার ভৌয্য তৈল, এক কেজি ডাল, এক কেজি লবন, দুই কেজি আলু ও একটি সাবান সহ ১০০ জন শ্রমিককে সর্বমোট অর্ধ মে.টন. চাল, ১০০ লিটার তৈল, ১০০ কেজি ডাল, ১০০ কেজি লবন, ২০০ কেজি আলু ও ১০০টি সাবান প্রদান করেন আঃ সামাদ মৃধা ট্রাষ্ট কর্তৃপক্ষ।
শ্রমিকদের মাঝে এসব মালামাল বিতরনকালে উপস্থিত ছিলেন উক্ত ট্রাষ্টের প্রধান পৃষ্ঠপোষক চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন ওরফে মন্ট মৃধাু, ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদ হোসেন মৃধা স্থানীয় গন্যমান্য মোঃ বেলায়েত হোসেন, ইদ্রিস মুন্সি, মোয়াজ্জেম হোসেন মৃধা, মোসলেম উদ্দীন মৃধা, শেখ মজিবুর রহমান, হারুন মৃধা ও মো: শামীম প্রমূখ।