মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুর শহরতলীর অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে কুমার নদের তীর ঘেষে জসীম উদ্যানে কবির স্মরণে “জসীম পল্লী” মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে ১৯ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বীক্রম।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন এর আয়োজনে জসীম মঞ্চে উদ্বোধনী অনুষ্টানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ সদর আসনের এমপি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ, ফরিদপুর-২ আসনের এমপি শাহাদাব আকবর লাবু চৌধুরী।
জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশন এর সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্টানে
পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম কবি পুত্র ড. জামাল আনোয়ার, কবি পুত্র ড. খুরশিদ আনোয়ার, কবি কন্যা আসমা জসীউদ্দিন তৌফিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বক্তব্য রাখেন।
মেলায় প্রায় ২ শত স্টল তাদের গ্রামীন নানা পশরা সাজিয়েছে। এছাড়াও মেলায় সার্কাস, নগোরদোলাসহ বিভিন্ন রাইড রয়েছে। সেই সাথে মেলার মঞ্চে জাতীয় ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পল্লীর জারি সারি গান ও গ্রামীন জনগোষ্ঠীর নানা নাটক মঞ্চায়িত হবে।