• ঢাকা
  • মঙ্গলবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং
ভাঙ্গায় পাকা ধানের ক্ষতি করে বালু উত্তোলন

ছবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুল্লাহ গঞ্জ ইউনিয়নের বারাকান্দা বিলে ধানক্ষেতের ভেতর অবৈধ ড্রেজার মেশিন

মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি -৩/১১/২২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বারাকান্দায় পাকা ধানক্ষেতের ভেতরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে উঠতি পাকা ধানের ক্ষতিসহ আশপাশের ফসলি জমির ভাঙ্গনের হুমকিতে পড়েছে। স্থানীয় বালু ব্যবসায়ী বাইজিদ প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে। বৃহস্পতিবার দুপুরে সরে জমিনে গিয়ে দেখা যায় বাইজিদ উঠতি পাকা ধান ক্ষেতের ভিতরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, উপর মহলের সাথে আঁতাত করেই বালু উত্তোলন করা হচ্ছে। এদিকে বালু উত্তোলনের ফলে পাকা ধানের ক্ষতিসহ আশপাশের ফসলি জমিতে ভাঙ্গনের আশঙ্কায় দিন পার করছে ভুক্তভোগীরা। এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে ড্রেজার মেশিন বন্ধসহ বালু ব্যবসায়ী বাইজিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার। উল্লেখ্য বালু ব্যবসায়ী বাইজিদ বিভিন্ন সময় উক্ত এলাকার বিভিন্ন বিলের পুকুরে প্রভাবশালীদের ছাত্র ছায়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালুর ব্যবসা করে আসছে। বিষয়টা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন জানায়, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।