• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে মেঘলার পাশে মানবিক সংগঠন “হাত বাড়িয়ে দেই”

ফরিদপুরের মানবতার ফেরিওয়ালা খ্যাত নিঃস্বার্থ মানবিক কার্যক্রম “হাত বাড়িয়ে দেই” এর প্রতিষ্টাতা কবি আলীম আল রাজী আজাদের বিশাল মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এবার সেলাই মেশিন পেলেন শহরের কমলাপুর এলাকার দরিদ্র রিক্সাচালকের কন্যা মেঘলা।
বৃহস্পতিবার দুপুরে কবি আলীম আল রাজী আজাদ মেঘলার হাতে একটি নতুন সেলাই মেশিন তুলে দেন। এসময় সেলাই করার কাছে ব্যবহৃত কাঁচি,ফিতা,স্কেল,চক,এক্সটা ববিন ও বিভিন্ন রংয়ের সুতাও মেঘলার হাতে তুলে দেন কবি আলীম আল রাজী আজাদ। এসময় মেঘলা জানান, পাচঁ জনের অভাবের সংসারে অর্থের কারনে ৫ম শ্রেনী পযন্র্Í লেখা পড়া করার পর দরিদ্র পিতার পক্ষে আর আমাকে লেখা পড়া করাতে পারেননী। এর পর আমি সেলাইয়ের কাজ শিখি ও প্রশিক্ষন নেই । কিন্তু সেলাই মেশিনের অভাবে কোন কাজ করতে পারছিলাম না। ফরিদপুরের মানবতার ফেরিওয়ালা খ্যাত আজাদ ভাই কে বিষয়টি জানালে তিনি ১ সপ্তাহের মধ্যে আমাকে একটি নতুন চকচকে সেলাই মেশিন উপহার দেন। দীর্ঘদিনের প্রত্যাশা পুরন হওয়ায় মেঘলা জানান, আমি এখন কাজের মধ্যে দিয়ে সংসারে অর্থনৈতিক সাহায্য করতে পারবো,সেই সাথে ছোট ভাইটিকে লেখা পড়াও করাতে পারবো। মেঘলা নিঃস্বার্থ মানবিক কার্যক্রম “হাত বাড়িয়ে দেই” সংগঠনের প্রতি চির কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানুষের ভালোবাসা ও দোয়ায় এগিয়ে যাক কবি আলীম আল রাজী আজাদ ভাই।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।