• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

বিজয় পোদ্দার,ফরিদপুর জেলা প্রতিনিধি

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ৫ ই জুন থেকে ১৩ জুন সফলভাবে শেষ করার লক্ষ্যে ফরিদপুর জেলা সিভিল সার্জনের উদ্যোগে  সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়.,।
এতে সভাপতিত্ব করেন ফরিদপুরে সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন  মোঃ মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন ও সিনিয়র তথ্য অফিসার মোঃ রুস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার তানভীর জুবায়ের।
কোন সালে জানানো হয় যে আগামী শনিবার থেকে অনুষ্ঠিতব্য পোলিও টিকা ক্যাম্পেইন এ ৯ টি উপজেলায় ৮১ টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হবে।
এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৫৩৫জন এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ২৭৮৮৩০ জন  শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে।
তবে যে সকল বাচ্চাদের বয়স  ছয় মাসের কম এবং ৫ বছরের বেশি তারা এ টিকা পাবে না।
এছাড়া যে সমস্ত শিশুদের ডায়রিয়া আছে তারাও এ টিকা পাবে না।
অনুষ্ঠানে সাংবাদিকদের এই কার্যক্রম সফলভাবে সমাপ্ত করার জন্য অনুরোধ করা হয়।

কর্মশালায় ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।