ফরিদপুরে ডিবি পুলিশের হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ী রানা
ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে ধরা পড়েছে শহরের পূর্বখাবাসপুর তালতলা নিবাসী মাদক ব্যবসায়ী আনিসুর রহমান ওরফে রানা (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল শহরের পূর্বখাবাসপুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান রানাকে আটক করে। এসময় আরেক মাদক ব্যবসায়ী মোঃ সাজিদ মোল্যা (৩২) পালিয়ে যায়।
ডিবি পুলিশের ওসি সুনীল কুমার কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে রানাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডিবি পুলিশের এস আই ফরহাদ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলাটি দায়ের করেন।