• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল পথচারীর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ট্রাকের চাপায় অজ্ঞাতনামা ৬০ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর জেলা সদরের কানাইপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়ক পাড় হওয়ার সময় খুলনাগামী বেপরোয়া গতির একটি ট্রাক একজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে পথচারী মারা যান। এ সময় ট্রাকটি ঘটনাস্থলে রেখে ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম শহিদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে, মরদেহের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়া ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক ঘটনার পরপরই পালিয়ে যায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।