• ঢাকা
  • সোমবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং
মধুখালীতে ছাগল চুরির দায়ে ইউপি সদস্য গ্রেফতার

মধুখালী উপজেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামাল দিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. আলম শেখ কে ছাগল চুরির মামলায় মধুখালী থানা পুলিশ বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠিয়েছে। মধুখালী থানা সূত্রে জানা গেছে, বুধবার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামের পারুল বেগম বাড়িতে একটি ছাগল বেঁধে রেখে ফরিদপুর আদালতে মামলায় হাজিরা দিতে যান। দুপুরে বাড়িতে এসে ছাগল দেখতে না পেয়ে অনেক খুঁজাখুঁজি করে অবশেষে পাশ্ববর্তী জামালপুর হাটে গিয়ে ছাগল দেখতে পায়। হাটের ইজারাদার শফিক সরদার জানায়, আলম শেখ নামে এক ব্যক্তি ছাগলটি বিক্রি করেছে এবং এরশাদ নামের ব্যাপারি ছাগলটি ক্রয় করেছে। এসময় পারুল ও তাঁর ছেলে পারভেজ পুলিশকে ফোন দিলে পুলিশ মধুখালী বাজার বাসস্ট্যান্ড হতে ছাগলটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পারুল বেগম থানায় আলম শেখ (৬৫) ও মিরাজ মোল্যা (৩০) কে আসামী করে অভিযোগ দিলে একটি চুরি মামলা রুজু করে রাতেই মধুখালী থানা পুলিশ আলম শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।