#শফিকুল খান জনি, ফরিদপুর #
ফরিদপুরের নগরকান্দায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে আওয়ামীলীগের পার্টি অফিসে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এসময় উপজেলা ছাত্র লীগের সভাপতি মীর আলামিনের সভাপতিত্বে ও আনিচুর রহমানের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য আঞ্জুমানআরা বেগম, কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, নগরকান্দা কালেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আনিস সহ ছাত্রলীগ নেতা, জাকির ফকির, ইমরান প্রমুখ।