চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সভাকক্ষে সোমবার দুপুরে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন মিলে এ মতবিনিময় সভার আয়োজন করেন।
নবাগত ইউএনও’র সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, ফরিদা বেগম, সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি ও থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, ফখরুজ্জামান মাষ্টার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সবুর কাজল, সমাজ সেবক মোঃ আনোয়ার আলী মোল্যা ও ব্যাবসায়ী কবিরুল আলম প্রমূখ। সভায় প্রশাসনের গতিশীল কর্মকান্ডকে আরও ত্বরান্বিত করতে নবাগত ইউএনও সকলের সহায়তা কামনা করেন।
#
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-০৪/০৩/২০২৪ খ্রিঃ
০১৭২৪-২৫১৫৮৮