• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে ফসলি জমির মাটি ইটভাটায়, বিক্ষুব্ধ এলাকাবাসী

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফসলি জমির মাটি ইট ভাটায় বিক্রির অভিযোগ  ও মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার ৪ এপ্রিল) বিকেল ৬টায় উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের ব্রিজের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে মাটি টানার কাজে ব্যবহৃত ট্রলির চাপে ক্ষতি হচ্ছে সড়কের। গ্রামীন সড়ক থেকে শুরু হয়ে উপজেলা পর্যায়ের সড়কের একই অবস্থা। এ কারণে ভুক্তভোগী এলাকাবাসী গত বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের খালেক শেখের ছেলে গণি মাতুব্বর ও জনাব মাতুব্বর প্রেমতারা মৌজার দুই ফসলি জমি থেকে এক্সকেভেটর (ভেকু) দিয়ে মাটি ইটের ভাটায় বিক্রি করছে। মাটি বহনকারী ভারী ট্রাকের চাপে এলাকার কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। সেই সাথে উপজেলা সড়ক মহাসড়কেরও ক্ষতি হচ্ছে। সামনে বর্ষা মৌসুম এখনই ওই কাঁচা সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ না করলে আগামীতে সংশ্লিষ্ট সড়কগুলির ব্যাপক ক্ষতি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে অভিযোগকারী মো. চুন্নু মাতুব্বর বলেন, ‘ভারী ট্রাক চলাচলের কারণে এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। এখনই ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে এলাকার শত শত কৃষক মাঠ থেকে তাদের অতি কষ্টে অর্জিত ফসল এনে ঘরে তুলতে পারবেনা। সেই সাথে কোমলমতি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা চলাচল করতে পারবে না।’
এ উপজেলায় মাটি কাটা বন্ধসহ ওই এলাকার রাস্তাঘাট দিয়ে ভারী যান চলাচল বন্ধের দাবিতে রবিবার বিকেল ৬টায় উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের ব্রিজের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভয় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ সাইদুর রহমান সজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন আকুল প্রমুখ।
বক্তারা বলেন, ‘সরকারি নির্দেশনা উপেক্ষা করে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। গ্রামীণ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলে রাস্তা ভেঙে যাচ্ছে। অথচ প্রশাসন নিশ্চুপ। তাই বাধ্য হয়েই আমরা কর্মসূচি দিয়েছি।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।