দীঘিনালায় পারিবারিক দ্বন্দ্বে আহত যুবকের মৃত্যু
দীঘিনালার মধ্য বেতছড়ি (গোরস্থান টিলা) এলাকায় পারিবারিক দ্বন্দ্বে আহত সোহরাব আলীর পুত্র মোঃ হারেছ আলী (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।
৫ ডিসেম্বর (শনিবার) ভোরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি৷ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মৃত ব্যক্তির বড়ভাই মোঃ হাসান৷
তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে গত ২৮ নভেম্বর আমার ভগ্নীপতি মোঃ নাজমুল ইসলাম, ভাগ্নী সোনিয়া আক্রার ও রুজিনা আক্তার আমার ছোটভাই হারেছ মিয়ার উপর অতর্কিত হামলা চালায়৷ গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে সে মৃত্যুবরন করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান, অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।