• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
প্রেম/ভালোবাসা (পার্ট-১) -জারছিন মণি
আমরা কিছুদিনের বেশি দামি ভালোবাসা বুঝি(প্রেমিকার-প্রেমিকার),বেশি দিনের কম দামি ভালোবাসা বুঝি না(মা-বাবার)। 😊
প্রেমিক-প্রেমিকার ভালোবাসা স্বর্গের চেয়েও প্রিয়। মা-বাবা,ভাই-বোন,বন্ধু-বান্ধব,আত্মীয়স্বজন,পাড়াপ্রতিবেশি এদের ভালোবাসা তো কিছুই না। শুধুমাত্র  মা-বাবা নিজেরা খেয়ে না খেয়ে একটু কষ্ট করে বড় করছে,ভাই-বোন তো সবসময় ঝগড়াই করে। দাদা-দাদি,নানা-নানি তো শুধুমাত্র নিজের সন্তানের চেয়ে একটু বেশি ভালোবাসে,সামান্য পরিমাণ!  এই একটু!”বন্ধু-বান্ধব” সে তো কেবলই সুখে-দূঃখে প্রাণ বাজি রাখতে পারে আর কিছুই না। আর রইলো কথা পাড়া-প্রতিবেশী,আত্মীয়স্বজনের কথা! তারা তো শুধুমাত্র সুযোগ পেলে ভুল ত্রুটি ধরিয়ে দিতে জানে আর কিছু না!
তোমরা তো আর শরীরে কারেন্ট লাগাতে পারো না বাপু! না পারো মিথ্যা স্বপ্ন দেখাতে, না পারো রাত জেগে আবেগ কাটাতে।
হেই!  পারো কি?  কখনো পারবে কি? বলো বলো।
এটাতো শুধুমাত্র আমার প্রেমিক/প্রেমিকায় পারবে।
শিশিরের উপর খালি পায়ে হাটার সঙ্গী হতে,রাস্তায় দাড়িয়ে ফুস্কা খাওয়ার সঙ্গী হতে, নির্জনে একাকীত্ব দূর করতে শুধুমাত্র আমার প্রেমিক/প্রেমিকায় পারে।
হেই! মা-বাবা,ভাই-বোন,বন্ধু-বান্ধব,দাদা-দাদি,নানা-নানি,আত্মীয়স্বজন,পাড়াপ্রতিবেশি তোমরা পারো কি এসব,পারবে কি কখনো!
তোমরা কি জানো না?
এগুলো না পেলে আমি মরে যাবো। এগুলো ছাড়া আমার দম বন্ধ হয়ে যায়।
তোমরা কি বিশ্বাস করো না?
তোমাদের এই নিম্নগামী ভালোবাসার কোন মূল্য নেই আমার কাছে।
তোমরা কি বুঝো  না?
আমার ভালো থাকা-খারাপ থাকা,বাঁচা-মরণ কেবলই আমার প্রেমিক-প্রেমিকার হাতে ন্যস্ত।
কেন চিন্তা করতে আসো আমাকে নিয়ে, কেন?

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।