• ঢাকা
  • বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ফরিদপুরে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হয়েছে 

ফরিদপুর শহরের বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হয়েছে। শুক্রবার রোটারী ক্লাব অফ ঢাকা বুড়িগঙ্গার উদ্যোগে প্রায় ১০০ জন রোগীকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এখানে চক্ষু রোগীদের চোখের ছানি ও লেন্স সংযোজন করা হয়েছে। এখানে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ফ্যাকো সার্জন ডাঃ রাহাত আনোয়ার চৌধুরীর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেছেন। শুক্রবার সকাল ১০ টা থেকে সারাদিন চলে সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা। প্রাথমিক বাছাই শেষে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে শুরু হয় ছানি অপারেশন ও লেন্স সংযোজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোটারিয়ান এম আজিজুল হক বকাউল। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফরিদপুর অন্ধকল্যান সমিতি ও বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক প্রফেসর এম এ সামাদ, ডায়াবেটিক সমিতির সহ সভাপতি প্রফেসর শেখ আঃ সামাদ, ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর মুস্তাফিজুর রহমান শামীম, বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী সদস্য মোঃ শাহজাহান মোল্লা প্রমুখ। বাক্তারা বলেন, সমাজে অনেক  অসহায় দরিদ্র লোক টাকার অভাবে ভালোভাবে নিজেদের চিকিৎসা করাতে পারে না। তারা দিনের পর দিন কষ্ট করে। আমরা চাই না কেউ বিনা চিকিৎসায় অন্ধ হয়ে যাক। তাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করছি। এখানে যে ধরনের চিকিৎসা সেবা প্রয়োজন তার সবই আপনারা পাবেন। আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান এটাই আমাদের প্রত্যাশা।

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।