• ঢাকা
  • বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

দিনাজপুরে পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিমিটেড 

জীবাণুনাশক স্প্রে গাড়ী দারা বিভিন্ন স্থানে স্প্রে কার্যক্রম  
করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান পাটোয়ারী বিজনেস হাউজ প্রাঃ লিমিটেডের উদ্যোগে শহরের রাস্তা, হাট, বাজার, হাসপাতাল, ক্লিনিক এলাকাসহ জনবহুল এলাকা গুলো জীবাণুমুক্ত করতে প্রতষ্ঠিানের উদ্ভাবনকৃত জীবাণুনাশক স্প্রে গাড়ী দারা জীবানু নাশক স্প্রে করা হচ্ছে।
সোমবার দিনাজপুর শহরের পুলহাট থেকে নিজস্ব উদ্ভাবিত জীবানুনাশক স্প্রে গাড়ীর উদ্বোধন করেন পাটোয়ারী বিজনেস হাউস প্রা. লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন এবং মঙ্গলবার জীবানুনাশক স্প্রে গাড়ীর কার্যক্রম পরিদর্শন করেন পাটোয়ারী বিজনেস হাউজের পরিচালক, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মিজানুর রহমান পাটোয়ারী বাবু
পাটোয়ারী বিজনেস হাউজ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান পাটোয়ারী মোহন জানান, নিজস্ব উদ্ভাবিত এই স্প্রে ব্যবহারে রাস্তা কাদাযুক্ত হবে না। রাস্তা ভিজিয়ে এক মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। এছাড়াও পৌরসভা বা অন্যান্য প্রতিষ্ঠানের স্প্রে গাড়ীর একই পরিমান পানির তুলনায় কয়েকগুণ বেশি রাস্তায় ছিটানো সম্ভব । সামাজিক দায়বদ্ধতা থেকেই শহরের বিভিন্ন রাস্তা ঘাট জীবানুনাশক মেশিন দিয়ে স্প্রে করতেপারি। তাহলে অনেকাংশই জীবানু ধ্বংস করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বর্তমানে এই মহামারি করোনাভাইরাস থেকে সৃষ্টিকর্তা যেন দিনাজপুরবাসীকে রক্ষা করেন এটাই হল আমার পাটোয়ারী বিজনেস হাউসের পক্ষ থেকে সামান্য প্রয়োস মাত্র।
বিশ্বব্যাপি করোনা ভাইরাসে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। করোনা একটি অদৃশ্য শক্তি। এই করোনা জীবানু স্থান বা মানুষের সংস্পর্শে থাকার সম্ববনা অনেক বেশি। তাই তিনি  নিজস্ব উৎভাবনায় এয়ার ব্লয়িং মেশিন তৈরি করে শহরের জনসমাগম স্থানে কোম্পানির উদ্যোগে প্রতিদিন ১০ হাজার লিটার পানির সাথে জীবানুনাশক ঔষুধ মেশিয়ে  দিনাজপুর শহরের ১০ কিলোমিটার রাস্তা স্প্রে করে যাচ্ছেন।  পুলহাট বিসিক এলাকা থেকে শুরু করে প্রতিদিন গোর এ শহীদ বড় ময়দানের কাঁচা সবজির  বাজার, মাছ ও মাংসের বাজার, শহরের চক বাজার, রেল বাজার, চৌরঙ্গীর কাচা বাজার, রামনগর কাচা বাজার, হাসপাতাল প্রাঙ্গণ, মেডিক্যাল কলেজ প্রাঙ্গণ, শিকদার কাচাসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রতিদিনি স্প্রে করবেন বলে জানা যায়।
গত ২৮ এপ্রিল দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে জীবানু নাশক স্প্রে গেট, বিপুল সংখ্যাক পিপিই, ফেস সেল, সার্জিক্যাল ফেস সেল, হ্যাক্সিসল, হ্যান্ড গ্লোবসসহ চিকিৎসা ব্যাবহারের বিভিন্ন সামগ্রী প্রদান, গত ৭ এপ্রিল পুলিশ সদস্যদের ব্যাবহারের জন্য জীবানু নাশক স্প্রে গেট প্রদান, শহরের মিশন হাসপাতালে পরিচালক মিখেলে ব্রামবিল্লা’র নিকট ১৮ এপ্রিল জীবানু নাশক স্প্রে গেট, পিপিই, হ্যাক্সিসল, হ্যান্ড গ্লোবস প্রদান। ২৭ এপ্রিল সোমবার দিনাজপুর পুলহাট পুলিশফাঁড়ী পুলিশ সদস্যদের ব্যবহার করার জন্য অত্র ফাড়ির ইনচার্জ মোঃ গোলাম মাওলা শাহ্ এর নিকট পিপিই, হ্যাক্সিসল এবং ২শত পিস হ্যান্ড গ্লোবস প্রদান করা হয়।
 দিনাজপুরের প্রতিষ্ঠিত পাটোয়ারী বিজনেস হাউজ প্রা. লিমিটেড দীর্ঘ দিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছে। করোনাভাইরাসের প্রতিরোধে গত মার্চ মাস থেকে অদ্যবদি উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম, খাদ্য সামগ্রী, নগত অর্থ প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে।এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় হাত ধোয়ার জন্য অস্থায়ী ভাবে পানির ট্যাংক, সাবান প্রদান করা, ছিন্ন মুল, পথ শিশু, মানসিক ভারসাম্যাহীন এবং পশু প্রাণীদের মাঝে প্রতিদিন খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন উক্ত প্রতিষ্ঠানটি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।