• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

কঠোর লকডাউন কার্যকরে

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরে মহামারী করোনার দ্বিতীয় সপ্তাহব্যাপী লকডাউনের প্রথমদিনে সরকারের কঠোরবিধি নিষেধ কার্যকরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদরপুর অঞ্চলিকটিম। সেনাবাহিনীরটিম উপজেলার ৯টি ইউনিয়নে তাদের টহল কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান দলের অধিনায়ক।

সদরপুরে প্রতিনিয়ত করোনা সংক্রমন উদ্বেগজনকহারে বৃদ্ধি পাওয়ায় এবার পুরোদমে মাঠে নেমেছে উপজেলার ভ্রাম্যমান আদালতটিম।  সকাল ৮টা থেকে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার,এসিল্যান্ড সজল চন্দ্র শীল ও সদরপুর থানার ওসি সুব্রত গোলদার এ যৌথ অভিযান পরিচালনা করেন। দুপুর ১টা থেকে মাঠে নামেন সেনাবাহিনীর সদস্যরা। যৌথবাহিনীর অভিযানে সকাল থেকেই পাল্টে গেছে উপজেলাসহ পার্শ্ববতী এলাকার চিত্র। উপজেলার বিভিন্ন হাটবাজার ও সড়ক থেকে সরকারি বিধিনিষেধ অমান্য করার দায়ে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ও সজল চন্দ্র শীল পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫জন কে ১১হাজার টাকা জরিমানা করা হয়। লকডাউন প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার বলেন, সরকারের বিধিনিষেধ মানাতে জনগনকে বিভিন্নভাবে সচেতন করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও করোনা প্রাদুর্ভাবকালে কর্মহীন মানুষের জন্য ত্রাণ ব্যবস্থা করা হচ্ছে।

সেনাবাহিনীর ক্যাম্পেটন বিধান কৃষ্ণ মন্ডল বলেন, বাংলাদেশে করোনা প্রাদুুর্ভাব গত কয়েক সপ্তাহে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সরকারের সিদ্ধান্ত এবং সেনাসদরের নির্দেশ অনুযায়ী জাতীয়ভাবে সারাদেশে করোনা প্রাদুর্ভাব হ্রাসকল্পে প্রশাসনের সহায়তায় আমরা টহল পরিচালনা করছি। সেনাবাহিনী করোনা প্রটোকল মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে বেসামরিক প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। গত বছরের ন্যায় এ বছরেও দেশের এই দুর্যোগপূর্ন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সর্বাত্নক সহায়তা প্রদান করছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার জন্য ও আহব্বান জানান সেনা বাহিনীর এই কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।