• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
বোয়ালমারীতে গভীর রাতে নগদ ম্যানেজারের বাড়িতে ডাকাতি

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : সরকারের ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং নগদ’র ম্যানেজার হিমায়েত হোসেন হিমুর বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ রোববার (৬ জুন) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এর আগে শনিবার (৫ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

নগদ’র (মধুখালি, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা) এরিয়া ম্যানেজার হিমায়েত হোসেন হিমু জানান, রাত ৩টার দিকে মুখোশধারী ডাকাত দল বাড়ির প্লেনশিটের এবং বারান্দার হ্যাজবোল্ড গেট ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে আমাকেসহ পরিবারের লোকদের জিম্মি করে আলমারিতে থাকা নগদের চার লাখ ৭৪ হাজার ৫০০, ঘর ভাড়ার ২৭ হাজার এবং মসজিদের এসি কেনার পাঁচ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ডাকাত দল আমাকে মারধর করে হুমকি দিয়ে পালিয়ে যায়।

এদিকে, রোববার (৬ জুন) ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা হবে। তবে আসামি ধরতে ইতিমধ্যেই পুলিশি তৎপরতা শুরু হয়েছে।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।