ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার কল্যানে ফরিদপুর ” প্রতিকি এক টাকায় প্যাকেট করে পাঁচশত মানুষের মাঝে চিকেন বিরিয়ানী বিতরন করেছে।
সোমবার(৫ সেপ্টেম্বর)সংগঠনের ৬ মাস পুর্তি উপলক্ষে তারা এ আয়োজন করে। সকালে আনুষ্ঠানিক ভাবে এ র্কাযক্রমের উদ্বোধন করেন ফরিপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান খোকন । এসময় ফরিপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, মানবতার কল্যানে ফরিদপুর এর সভাপতি সাইমুর রহমান (সিয়াম) সাধারণ সম্পাদক পরনব জয় , সদস্য সিয়াম খাঁন, মোঃ কায়েফ, শারমিন রহমান, সোহাগ, মিরাজুল, সজিব শেখ, আবির বনিক ,মিম রায়হান , জেরিন কনা , অপু ,জিসান, মাইনুল,সাব্বির শেখ রুহি এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের পক্ষ থেকে শহরের মুজিব সড়কের বিভিন্ন স্পটে ও গজারিয়া বাজার এলাকায় হত দরিদ্রদের মাঝে চিকেন বিরিয়ানী বিতরন করা হয়। এছাড়াও মাদ্রাসা,এতিমখানায় এই খাবার বিতরন করা হয়।