• ঢাকা
  • বুধবার, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
মধ্যবিত্ত পরিবার ও কবি – আব্দুর রাজ্জাক রাজা

মধ্যবিত্ত পরিবার ও কবি

আব্দুর রাজ্জাক রাজা

মধ্যবিত্ত ব্যক্তি আমি পকেট বিহীন জামা
সাজগোজে পরিপাটি চোখে সাদা চশমা
সমাজ সেবক দেখে আমায় মন করে
অর্থে আমি অনেক ধনী, দেখতে যখন পরিপাটি।

আসল সত্য কেউ জানে না, জানে শুধু খোদা
রান্না ঘরে হাহাকার শুধু, কেউ তো দেখে না
অবহেলায় আছে শুধু মধ্যবিত্ত পরিবার
হাত পেতে পারে না নিতে সকল অনুদান।

কবি সাহিত্যিক মধ্যবিত্তরা করি কি উপায়
ধনীরা দান করে,ছবি তুলে পোষ্ট করে,
কবিরা শুধু কবিতা লিখে সমাজ সচেতন বাড়ায়
মধ্যবিত্ত কবি আমি, কবিতা লেখি তাই।

করোনা নিয়ে কবিতা লেখে শত কবি ভাই
মধ্যবিত্ত পরিবার সমাজে কোথাও নাই ঠাই
দেখি শুনি জানি তবু কবিতা লিখি
মধ্যবিত্ত কবির সংসারে চলে হাহাকার।

কবি পুত্র কন্যা ভাবে বাবা কবি, আমি কবি সন্তান
সকল অভাব দুর হবে, এই সকল চিন্তায়
মধ্যবিত্ত পরিবার অর্ধঅনাহারে কবি থাকে ঘুমিয়ে
ঘুমহীন চোখে স্ত্রীর কানে কানে বলে, ধৈর্য্য ধরো।

মধ্যবিত্ত পরিবার কবি সাহিত্যিক আমরা
সকল অভাব অনটন দুর হবে একদিন নিশ্চয়ই
খোদা তুমি করো দয়া, করোনা দেখে করি না ভয়
সৃষ্টি কর্তা তোমার ভয়ে দেহ কাঁপছে থরেথর।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।